সবচাইতে দামি ট্যাটু 0 বিস্ময়কর সব তথ্য ১২/৩০/২০১৩ A+ A- Print Email সবচাইতে দামি ট্যাটু ৬১২ টি হাফ ক্যারেট এর ডায়মণ্ড দিয়ে শরীরে এই ট্যাটু বানানো হয়েছে। এই ট্যাটু টি তৈরি করতে ৮ ঘণ্টা সময় লেগেছিল। যদিও এই ট্যাটু সাময়িক সময়ের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু পৃথিবীতে এই ট্যাটুই সবচাইতে দামি ট্যাটু হিসেবে পরিচিত।
একটি মন্তব্য পোস্ট করুন