থার্টি ফার্ষ্টে প্রকাশ হচ্ছে বর্ষা-টু
থার্টি ফার্ষ্টে বাজারে আসছে এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী বর্ষা চৌধুরীর ৩য় একক অ্যালবাম ‘বর্ষা-টু’। অ্যালবামের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। অ্যালবামের সুর ও সঙ্গীত করেছেন রিপন খান, তৌসিফ, কাজি শুভ, আহমেদ চপল, বর্ষা, বর্ণ চক্রবর্তী, লেলিন, সচি সামাদ ও আপন আহসান।
বর্ষা-টু অ্যালবামে রয়েছে বেশ কয়েকটি দ্বৈত গান। গানগুলোর শিরোনাম- ভালোবাসি, তোর ছোঁয়াতে, ভাবছি তোমাকে, মন খোঁজে তোমায়, হৃদয়ের মাকে, তোমাকে চাই, দেয়াল, একটু একটু করে’।

অ্যালবাম প্রসঙ্গে বর্ষা বলেন, গত বছর বাজারে এসেছিল ২য় একক অ্যালবাম ‘ডুয়েট বর্ষা’। মূলত ডুয়েট বর্ষা’র সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে বর্ষা-টু অ্যালবামটি। এতে অনেক যত্ন আর অনেক দিয়েছি। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক যারা আছেন তারাও অনেক যত্ন নিয়ে কাজ গুলো করেছেন। আশা করছি গানগুলো সবার ভালো লাগবে।
‘বর্ষা ২’ অ্যালবামটি ‘সিডি চয়েজ’র ব্যানারে সারা দেশে পাওয়া যাবে। এছাড়াও এ অ্যালবামের হৃদয়ের আয়না ও মন খোঁজে তোমায় গানগুলোর ভিডিওর কাজ শেষ হয়েছে। গানগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন