ঘূর্ণায়মান ভবন !! 0 চোখ ধাঁধানো কিছু স্থান ১২/২৮/২০১৩ A+ A- Print Email ঘূর্ণায়মান ভবন !! পৃথিবীর প্রথম ঘূর্ণায়মান ভবন নির্মিত হচ্ছে দুবাইতে। ইতালিয়ান Architect ডেভিড ফিশারের তত্ত্বাবধানে। যার নির্মাণ করতে খরচ হবে ৩০ মিলিয়ন ডলার। ভবনটি হবে ৮৩ তলা , এর উচ্চতা হবে ৪৩০ মিটার, এবং এর অবস্থান শেখ জায়েদ রোডে।
একটি মন্তব্য পোস্ট করুন