পৃথিবীর দীর্ঘতম ব্রিজ
পৃথিবীর দীর্ঘতম ব্রিজটি হচ্ছে চীনের কিংদাও হাইওয়ান। ২৬ দশমিক চার মাইল দৈর্ঘ্য নিয়ে এটিই এখন পৃথিবীর বৃহত্তম ব্রিজ। এই ব্রিজ পূর্ব চীনের শাংডং প্রদেশের কিংদাও শহরকে হুয়াং দাও জেলার সাথে যুক্ত করেছে।

৮দশমিক ৬ বিলিয়ন ডলারে নির্মিত এই ব্রিজ তৈরি করতে সময় লেগেছে প্রায় চার বছর। কিংদাও হাইওয়ান ব্রিজ লন্ডনের টেমস নদীর ওপর নির্মিত টাওয়ার ব্রিজের চেয়ে ১৭৪ গুন বড়। তিন লাখ টন ওজনের মালবাহী জাহাজের ধাক্কায়ও টিকে থাকবে এই কিংদাও ব্রিজটি !
কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে এ রেকর্ড ধরে রাখতে পারবে না এই ব্রিজটি কারণ চীনেই নির্মিত হচ্ছে হংকং ম্যাকাও ব্রিজ আর এটি নির্মিত হলে এটাই হবে পৃথিবীর দীর্ঘতম ব্রিজ।
একটি মন্তব্য পোস্ট করুন