দূষিত বায়ুকে শোধন করবে বাইক
বায়ুকে দূষণমুক্ত করতে বাজারে আসছে পরিবেশবান্ধব বাইক। যে পথ ধরে বাইকটি চলবে সে অঞ্চলের দূষিত বায়ুকে শোধন করতে করতে এগোবে এই বাইক।

সম্পূর্ণ পরিবেশবান্ধব এই বাইকটি বাজারে হাজির করছে ব্যাংককের লাইটফগ ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন কম্পানি। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে সংস্থার গবেষকরা এই অভিনব বাইকটি তৈরি করেছেন।
এই বাইকটিতে অ্যালুমিনিয়ামের তৈরি একটি ফ্রেম আছে। যেখানে ফটোসিসিনথেসিস প্রক্রিয়াটি অবিরত চলতে থাকবে। এখানে লিথিয়াম-আয়ন ব্যাটারির সাহায্যে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ তৈরি হবে।
এই বিদ্যুতের সাহায্যে জলের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে অক্সিজেন উৎপন্ন্ করা হবে। চলন্ত অবস্থায় বাইকটি থেকে অক্সিজেন বেরিয়ে পরিবেশে এসে মিশবে। ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়বে। স্বাভাবিকভাবেই দূষণ কমবে।
একটি মন্তব্য পোস্ট করুন