ভারতের হৃতিক রোশন অভিনীত কই মিল গ্যায়া সিনেমার ‘এলিয়ন’-খ্যাত মেধাবী ছাত্র আমির হামজা এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।আমির সদর উপজেলার দেহন রওশনপুর দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র। সে দেহন গ্রামের বিজিবি সদস্য শমসের আলীর ছেলে।

আমিরের বিশেষত্ব হলো, কোনো বিষয়ে একবার ধারণা নিলে তা পরে সে হুবহু তুলে ধরতে পারে।
এলাকাবাসী জানায়, আমির ছোট থেকেই খুব মেধাবী। তবে তার সঙ্গে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে ভয় পেত। এ কারণে আমির সব সময় বাড়িতেই থাকত। তাকে সবাই এলিয়ন বলে চেনে।
আমিরের মা বলেন, ‘আমির আমাদের পরিবারের লক্ষ্মী। আমরা পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে আমিরের সঙ্গে কথা বলি আগে। কারণ আমির সব সময় সঠিক সিদ্ধান্ত দিত।’
তিনি আরও জানান, ছোটবেলায় আমির অনেক অসুস্থ ছিল। এখনো সে অসুস্থ। তবে আমিরের পরিবারের অন্য সদস্যরা সুস্থ।
রওশনপুর দাখিল মাদ্রাসার সুপার আ. রাজ্জাক জানান, আমির হামজা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের কৃতী ছাত্র হিসেবে বরাবরই প্রথম স্থান লাভ করেছে। পরে শারীরিক বিভিন্ন রোগের কারণে সে পিছিয়ে পড়ে। তার পরও সে কৃতিত্বের সঙ্গে দাখিল পরীক্ষা পাস করার প্রত্যয় ব্যক্ত করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন