GuidePedia

0

কনডম সংকট দেখা দিয়েছে ভারতের অন্তত ছয়টি রাজ্যে। ফলে এইচআইভি ভাইরাস ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, হরিয়ানা, উত্তরখন্ড ও মধ্যপ্রদেশে গত আট মাস থেকে কনডমের ব্যাপক সংকট চলছে। অথচ এসব রাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এছাড়া উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানেও চলছে কনডমের সংকট।


একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দ্রুত কনডম সরবরাহ করা যাচ্ছে না। ফলে সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় যেসব গ্রুপ জনগণের কাছে কনডম সরবরাহ করে তারা সরকারের এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করেছে। জরুরিভিত্তিতে কনডম চেয়েছে।

স্বাস্থ্যসচিব লভ ভার্মা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে আমরা আগামীকাল আরেকটি বৈঠকে বসব। বিষয়টা নিয়ে ব্যবস্থাও নেব।

প্রসঙ্গত, ভারতে প্রথম এইডস ধরা পড়ে ১৯৮৬ সালে চেন্নাইয়ে। ২০১৩ সালের এক হিসাব অনুযায়ী দেশটিতে এইডস আক্রান্তের সংখ্যা ৪০ লাখের বেশি। একই বছর দেশটির সরকার এইডস নিয়ন্ত্রণে আড়াই হাজার কোটি টাকার বেশি অনুমোদন দিয়েছে। এর উদ্দেশ্য, ২০১৭ সালের মধ্যে দেশটিতে এইডস আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top