GuidePedia

3
বলিউডে বেশ কয়েকটি সিনেমা সামাজিকভাবে বিতর্কের ঝড় তোলায়, ভারতীয় সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। কিন্তু সেই সিনেমাগুলো আজও মানুষের মনে রয়ে গেছে। এর মধ্যে নিষিদ্ধ কোনো কোনো সিনেমা আবার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন হয়ে গেছে।

সেন্সর বোর্ড যেসব সিনেমাগুলো নিষিদ্ধ করেছে, মানুষের কৌতূহল সেসব সিনেমাগুলোকে ঘিরেই বেশি। জেনে নিন বলিউডের কোন কোন সিনেমাগুলোকে নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড।

১. কিসসা কুরসি কা: বলিউডের বিতর্কিত সিনেমাগুলোর মধ্যে কিসসা কুরসি কা অন্যতম। শাবানা আজমি এবং রাজ বাব্বর অভিনীত এই সিনেমা বলিউডে নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড। সিনেমার পরিচালক অমৃত নাহাতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি এই সিনেমায় ইন্দিরা গান্ধী এবং তার ছেলে সঞ্জয় গান্ধীর রাজনৈতিক জীবন তুলে ধরেছেন। ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেন তখন সিনেমাটি রিলিজ হয়। ক্ষুব্ধ কংগ্রেস সরকার সেন্সর বোর্ডকে নির্দেশ দেয় সিনেমার সব কপি নষ্ট করে দেওয়ার জন্য। গুরগাঁওয়ের কিছু জায়গায় সিনেমার কপি জ্বালিয়ে দেওয়া হয়।

২. আঁধি: জরুরি অবস্থার সময় মুক্তি পাওয়া আরও একটি বিতর্কিত সিনেমা হল আঁধি। পরিচালক গুলজারের এই সিনেমাটিও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন নিয়ে তৈরি। সাফল্যের সঙ্গে ২০ সপ্তাহ চলার পর এই সিনেমাটিও নিষিদ্ধ করা হয় কংগ্রেস সরকারের নির্দেশে। পরে সিনেমাটি ২৩তম ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড-এ সেরা সিনেমা হিসেবে মনোনীত হয়েছিল।

৩. দ্য ব্যানডিট কুইন: শেখর কাপুরের পরিচালনায় এই সিনেমার গল্পে ফুলন দেবীর জীবন তুলে ধরা হয়েছিল। সেন্সর বোর্ড ভাবতেও পারেনি যে, ভারতীয় দর্শকের কাছে সিনেমাটি ব্যাপক গ্রহণযোগ্য হবে। সিনেমাটিতে সেক্সুয়াল কনটেন্ট, ন্যুডিটি এবং কিছু অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য দ্য ব্যানডিট কুইনের মতো একটা ব্রিলিয়ান্ট সিনেমাকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে। এ ছাড়া সিনেমাটিতে বিতর্কের মাত্রা যোগ করেন ফুলন দেবী স্বয়ং। ফুলন দেবীর অভিযোগ ছিল, তার জীবনের বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য বিকৃত করা হয়েছে।

৪. ফায়ার: ১৯৯৬ সালে শাবানা আজমি এবং নন্দিতা দাস অভিনীত এই সিনেমাটিকেও নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড। দীপা মেহতা পরিচালিত এই সিনেমায় ভারতীয় হিন্দু পরিবারের দুই সমকামী মহিলার চরিত্র তুলে ধরা হয়েছিল।

৫. কামসূত্র, আ টেল অব লাইফ: পুরোপুরি সেক্সুয়াল কনটেন্ট নিয়ে নির্মিত পরিচালক মীরা নায়ারের এই সিনেমাটিও নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড।

৬. পাঞ্চ: ১৯৯৭ সালে যোশী-অভয়ঙ্কর সিরিয়াল মার্ডারের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল পাঞ্চ। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমাটি অতিরিক্ত হিংসা, ড্রাগ এবং অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য নিষিদ্ধ করে সেন্সর বোর্ড।

৭. ব্ল্যাক ফ্রাইডে: ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ছিল এই ডকুফিচার সিনেমাটির মূল বিষয়বস্তু। দুই বছর নিষেধাজ্ঞার পরে সিনেমাটি মুক্তি পায়।

৮. পারজানিয়া: এই সিনেমাটি ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড মিললেও গুজরাট সরকার সিনেমাটির স্ক্রিনিং নিষিদ্ধ করে।

৯. সিনস: এক যুবতীর সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়ে পড়েন কেরলের এক পাদ্রি এবং সম্পর্কটা তিনি সমাজের থেকে লুকাতে চান। সিনেমায় ন্যুডিটি দেখানোয় সিনসকে নিষিদ্ধ করে সেন্সর বোর্ড।

১০. ওয়াটার: দীপা মেহতা পরিচালিত এই সিনেমায় বেনারসের কিছু আশ্রমের বিধবা মহিলাদের অসহায়তার ছবি দেখানো হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই সিনেমা নিয়ে প্রতিবাদ জানায় এবং সিনেমার সেট পর্যন্ত নষ্ট করে দেয়। সিনেমাটি পরবর্তীতে রিভার মুন নামে মুক্তি পায়।

১১. ফিরাক: গুজরাটের দাঙ্গা নিয়েই মূলত এই সিনেমার গল্প। পরিচালক নন্দিতা দাশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছেন। যার ফলস্বরূপ গুজরাটে সিনেমাটি নিষিদ্ধ হয়ে যায়

একটি মন্তব্য পোস্ট করুন

  1. আমি Bristy।আমি টা্কার বিনিময় সেক্স করি আমার নম্বর. 01789929305..ইমু ১০০০ ফোন ৫০০. সরাসরি ২০০০ টাকা.আগে বিকাশ করতে হবে।কেও কল দিয়ে জালাবেন না আগে বিকাশ করে তার পর কল দিবেন।01789929305আমি Bristy।আমি টা্কার বিনিময় সেক্স করি আমার নম্বর. 01789929305..ইমু ১০০০ ফোন ৫০০. সরাসরি ২০০০ টাকা.আগে বিকাশ করতে হবে।কেও কল দিয়ে জালাবেন না আগে বিকাশ করে তার পর কল দিবেন।01789929305আমি Bristy।আমি টা্কার বিনিময় সেক্স করি আমার নম্বর. 01789929305..ইমু ১০০০ ফোন ৫০০. সরাসরি ২০০০ টাকা.আগে বিকাশ করতে হবে।কেও কল দিয়ে জালাবেন না আগে বিকাশ করে তার পর কল দিবেন।01789929305

    উত্তরমুছুন
  2. হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি ঃসুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    ,,,, হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি সুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকাহাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি ঃসুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    ,,,, হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি সুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    উত্তরমুছুন
  3. হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি ঃসুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    ,,,, হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি সুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    উত্তরমুছুন

 
Top