GuidePedia

1
আজব দুনিয়া! এই প্রথমবার অস্কারে অ্যাঙ্করিং করলেন নীল প্যাট্রিক হ্যারিস। হাসি-মজা ও গানে মাতিয়ে রাখলেন অস্কারের মঞ্চ। তবে অন্তর্বাস পরে।

অনুষ্ঠান শুরুতেই সবাইকে হাসালেন তিনি। তিনি বললেন, আজ আমরা সম্মান জানাব ‘হোয়াইটেস্ট’দের…তারপর ভুল সংশোধন করে নিয়ে বললেন ‘ব্রাইটেস্ট’দের। তবে এ মন্তব্যে সম্তবত মৃদু খোঁচাও রাখলেন হ্যারিস। কেননা এবারের নমিনেশনে প্রায় সকলেই ছিলেন শ্বেতাঙ্গ।


তবে অ্যাঙ্করিংয়ের তুরুপের তাস তুলে রেখেছিলেন হ্যারিস অনুষ্ঠানের একেবারে মাঝামাঝি সময়ের জন্য। সারা দুনিয়াকে চমকে দিয়ে শুধু অন্তর্বাস পরে এসে হাজির হলেন স্টেজে। সারা হল জুড়ে তখন চাপা হাসি। আসলে ‘বার্ডম্যান’ সিনেমার একটি দৃশ্যের নকল করছিলেন তিনি।

তাই অনুষ্ঠান শেষে বলা যায়, প্রথমবার অ্যাঙ্করিংয়ে ১০০ তে ১০০ পেলেন হ্যারিস।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৮৭তম অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

  1. আমি টাকার জন্য সেক্স করবো। কেউ যদি করতে চাও এখনি ফোন দাও।০১৮৮৪-৯৪০৭৩১.আমি শুধু ফোন সেক্স ও ভিডিও সেক্স করবো।ফোন সেক্স -৩০০..ভিডিও সেক্স -৮০০...টাকা ১ ঘণ্টা। টাকা নিকাশ করতে হবে।আমায় একবার দেখতে পার।আমার নাম্বার :০১৮৮৪-৯৪০৭৩১...আমার বেস্ট -৩৪..কোমর -৩১...
    হাই আমি মোনা কবির।আমি ফোন অ্যান্ড ওয়েবসেক্স করি।
    ফোন সেক্স ৩০০ টাকা----(1ghonta)
    ইমো সেক্স ৮০০ টাকা---(1ghonta)
    টাকা বিকাশ অর ডি,বি,বি,এল এর মাধ্যমে পাঠাতে হবে
    আমার বিকাশঅ্যান্ড সেলনাম্বার ((01884-940731
    যদি কেউ করতে চান তাইলে কল দিতে পারেন।
    দয়া করে কেউ আযথা কল দিবেন না।
    যারা সেক্স করতে আগ্রহী শুধুমাএ তারাই ফোন দিবেন।
    আমার সেল নাম্বার (01884-940731)..
    আমি তিস, আমার বয়স ২০....
    আমি অনার্স এ পড়াশোনা করি।
    আমার হাইট ৫.3....
    আমি দেখতে লালফরসা।
    আমার পিক প্রফাইলে দেওয়া আছে দেখে নিতে পারেন।
    আমি টাকার বিনিময়ে ফোন অ্যান্ড ওয়েবসেক্স করি।
    ফোন সেক্স ------৩০০ টাকা
    ওয়েবসেক্স ------৮০০ টাকা
    আমার সেল নাম্বার --(01884-940731)
    আমার বিকাশ নাম্বার -(01884-940731)
    আমার ডি,বি,বি,এল নাম্বার (01884-940731)

    বি:::দ্র:::টাকা কাজের আগে--বিকাশে আথবা ডি-বি-বি-এলে পাটাইতে হবে।

    উত্তরমুছুন

 
Top