GuidePedia

0


জুতোর বাজারে এবার চমক নিয়ে হাজির হলো দাঁতের তৈরি জুতো। তাও আবার মানুষের দাঁত। গুনে গুনে ১০৫০টি দাঁত দিয়ে তৈর করা হয়েছে একজোড়া অভিনব জুতো।

বৈচিত্র্যে নিঃসন্দেহে দৃষ্টি কাড়ার মতো। কিন্তু এতো কিছু থাকতে জুতোর সঙ্গে কেন আবার মানুষের দাঁত লাগাতে হলো, এমন প্রশ্ন অনেকেরই।

তা ছাড়া প্রথম দেখায় অনেকেই আতঁকে উঠতেও পারেন। কারণ শক্ত তলাবিশিষ্ট জুতোর জোড়াটির নগ্ন দাঁতগুলো বেশ ভয়ঙ্ককরও লাগে।

অবশ্য এর নকশাকার মারিয়ানা ফ্যানটিচ ও ডোমিনিক ইয়াং বলেছেন, রাবার সোলের সঙ্গে জুতোটির সার্বিক অবয়ব বেশ মানিয়েছে।

কিন্তু ডিজাইন বুম নামক ওয়েবসাইটে একজন মন্তব্য করেছেন এভাবে বৈচিত্র্যের দিক থেকে এটি সত্যিই আকর্ষণীয়।

কিন্তু স্বাভাবিকভাবে ভাবলে দেখা যায়, আমি আমার দাঁত জুতোর নিচে পিষছি। বিষয়টি নিঃসন্দেহে কষ্টের।–ওয়েবসাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top