ব্রাজিলে চলমান বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে গিয়েছেন হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর সেখানেই ৫০ জন নারী নিয়ে জাঁকজমকপূর্ণ এক পার্টির আয়োজন করেন তিনি।
লিওনার্দোর সঙ্গে এবার ব্রাজিলে উড়ে গিয়েছেন প্রায় ৩০ জন নারী। আর তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থাই করেছেন লিওনার্দো।
লিওনার্দোর এ পার্টি সম্বন্ধে এক সূত্র জানিয়েছে, সে পার্টিতে বহু বোতল শ্যাম্পেন গলাধঃকরণ করা হয়েছে। আর এর সব কিছু খুবই উপভোগ করেছেন তিনি। পার্টিতে কয়েকজন মেয়ে লিওনার্দোকে কয়েকটি নাচও শেখানোর চেষ্টা করেন।
তবে সেখানে কোনো একটি নির্দিষ্ট মেয়ের সঙ্গে লিওনার্দোকে বেশিক্ষণ সময় কাটাতে দেখা যায়নি। তিনি এ বিষয়ে খুবই সামাজিক থাকছেন। কোনো নির্দিষ্ট মেয়ের সঙ্গে তিনি মিশছেন না। তার বদলে সব মেয়ের সঙ্গই তিনি উপভোগ করছেন।
পার্টি শেষ হওয়ার পরও নিজের ইয়টে লিওনার্দো সময় কাটান কয়েকজন ঘনিষ্ঠজনের সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন ব্রাজিলিয়ান বিগ ব্রাদার তারকা ম্যারিয়েন ক্যারেটেরো ও প্লেবয় মডেল ম্যারি সিলভেস্ট্রে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.