সুবিশাল স্টেডিয়াম। মাঠজুড়ে সবুজ ঘাস। একপাশে অ্যাথলেটিক্স ট্র্যাক। চারপাশে নীল রঙা আসন। থাইল্যান্ডের ব্যাংককে চোনবুরি ফুটবল ক্লাব স্টেডিয়ামে ঢুকে এসব দেখে মন ভরে গেলো সবার। রোদ ঝলমলে দিনে গত ২ জুন সেখানে শুটিং করলেন তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও ববি।
তারা একসঙ্গে অভিনয় করছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে। এটাই শাকিব প্রযোজিত প্রথম ছবি। এর একটি গানের দৃশ্যের জন্য রাতদিন পরিশ্রম করছেন তারা। ই-মেইলে অপু বিশ্বাস জানান, সাড়ে আট হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি শুধু একটি গানের জন্যই ভাড়া নেওয়া হয়েছে।
এর আগে ২৯ মে পাতায়ার করাল দ্বীপে একই ছবির আরেকটি গানের চিত্রায়ণ হয়েছে। এই গানে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব ও ববি।
জানা গেছে, নিজের প্রযোজিত ছবির পাশাপাশি ‘রাজা হ্যান্ডসাম’ ছবিটিরও কিছু কাজ করবেন শাকিব ও অপু। এ ছবিও পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.