GuidePedia

0
২৫ কোটি টাকার স্পন্সরশিপ পেল ধোনির ব্যাট!

সব রেকর্ড ভেঙে দিল মহেন্দ্র সিং ধোনির ব্যাট। ভারতীয় অধিনায়কের ব্যাট পেল বার্ষিক মোট ২৫ কোটি টাকার স্পন্সরশিপ। এত মোটা অর্থের ব্যাট স্পনরশিপ ক্রিকেট বিশ্বের আর কোন ক্রীড়াবিদ পাননি।
২৫ কোটি টাকার স্পন্সরশিপ পেল ধোনির ব্যাট!


ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক অস্ট্রেলিয়ার স্পার্টান স্পোর্টস নামের এক সংস্থার সঙ্গে বার্ষিক ১৮-২০ কোটি টাকা ও শিক্ষা প্রতিষ্ঠান আমেথি ইউনিভার্সিটি-র সঙ্গে বার্ষিক ৬ কোটি টাকার চুক্তি হয়েছে ধোনির। এখন থেকে ধোনির ব্যাটের সামনে দেখা যাবে স্পার্টান স্পোর্টস সংস্থার লোগো। ব্যাটের পিছনে থাকবে আমেথি ইউনিভার্সিটি-র লোগো।

এত দিন ধরে ধোনির ব্যাট ছিল রিবক-এর। ব্যাটে রিবকের লোগো ব্যবহারের জন্য ধোনি পেতেন বার্ষিক ৮ কোটি টাকা। সেখান থেকে একেবারে তিনগুন হয়ে গেল ধোনির ব্যাটের দাম।

ধোনির ব্যাটের স্পন্সরশিপের জন্য এত টাকা খরচ করার কারণ হিসেবে স্পার্টান স্পোর্টস এর প্রধান বলছেন, ১২০ কোটির দেশে সবচেয়ে আকর্ষণের জায়গা হল ধোনির ব্যাট। হোর্ডিং, নিউজপেপার, টিভি চ্যানেল নয় ধোনির ব্যাটে বিজ্ঞাপন দিলেই নাকি সবচেয়ে বেশি নজরকাড়া যাবে। স্পার্টান স্পোর্টস সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকল ক্লার্ক, অলিম্পিকে সোনাজয়ী মহিলা সাঁতারু স্টিফেনি রাইস। ধোনি এখন ২৩ টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top