GuidePedia

0
চোখ ধাঁধানো কিছু স্থান


বিশ্ববাসী দানব আকৃতির অট্রালিকা,সুউচ্চ টাওয়ার দেখেছে। তবে এবারই প্রথম সবাইকে হতবাক করে দিয়ে তৈরী হচ্ছে সাগরের বুকে এক মাইল দীর্ঘ ‘ফ্রিডম শিপ’ নামের ভাসমান শহর!
সমুদ্রের বুকে এক মাইল দীর্ঘ ভাসমান শহর!

আর এ ‘ফ্রিডম শিপে’ থাকবে আলাদা বিমান বন্দর, হাসপাতাল, স্কুল, কলেজ, পার্ক, শপিং মল সহ আরও অনেক কিছু। এ ভাসমান শহর ১ মাইল দীর্ঘ এবং সেখানে সকল সুবিধাই রয়েছে।

এই জাহাজ তৈরির পর সেখানে ৫০,০০০ পরিবারকে স্থায়ী ভাবে থাকতে দেয়া যাবে, তাদের জন্য সেখানে সকল নাগরিক সুবিধা প্রদান করা হবে। ভাসমান এই জাহাজের বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ করা হবে জলবিদ্যুৎ প্রকল্প থেকে।

এই প্রকল্প তৈরির প্রস্তাব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোম্পানি ‘ফ্রিডম শিপ ইন্টারন্যাশনালকে’. প্রস্তাব অনুযায়ী এই বিশাল জাহাজ যেহেতু কোন বন্দরে ভিড়তে পারবেনা সেহেতু সেখানে থাকা বাসিন্দারের কোন প্রয়োজনে কোম্পানির অন্যান্য যাত্রীবাহী জাহাজে করে স্থল ভাগে আনা নেয়া করা হবে। একই সাথে এই বিশাল ভাসমান নগরীর নিজের বিমান বন্দরে থাকা বিমানে করেও যাত্রী আনা নেয়া করা হবে।

তবে ঠিক কবে নাগাদ বিশাল আকৃতির এ প্রকল্পের কাজ শুরু হবে তা জানা যায়নি। কিন্তু প্রস্তাবিত এই প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে, ১০ বিলিয়ন ডলার এবং এর আনুমানিক ওজন ধরা হয়েছে ২.৭ মিলিয়ন টন!

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top