হলিউডঃ 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার লস অ্যাঞ্জেলসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তা ক্লায়ারিটি উপত্যকার সিগনালের পিছনে একটি লাল গাড়ি দু্মড়ানো-মোচড়ানো অবস্থায় উল্টে পড়ে ছিল। পরে সেখান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।
ওয়াকারের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, পল ওয়াকার তার বন্ধুর লাল রঙের পোরশে স্পোর্টস কারে চড়ে একটি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িটি উত্তর লস অ্যাঞ্জেলসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লাগে।
২০০১ সালে জনপ্রিয় অ্যাকশন হিরো পল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তা ক্লায়ারিটি উপত্যকার সিগনালের পিছনে একটি লাল গাড়ি দু্মড়ানো-মোচড়ানো অবস্থায় উল্টে পড়ে ছিল। পরে সেখান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।
ওয়াকারের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, পল ওয়াকার তার বন্ধুর লাল রঙের পোরশে স্পোর্টস কারে চড়ে একটি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িটি উত্তর লস অ্যাঞ্জেলসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লাগে।
২০০১ সালে জনপ্রিয় অ্যাকশন হিরো পল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে কাজ শুরু করেন।
একটি মন্তব্য পোস্ট করুন