সম্প্রতি ‘রিপ্লিস বিলিভ ইট অর নট’র কমিক বিভাগে জায়গা করে নিয়েছেন বিশ্বে 'সুপার হিউম্যান' হিসেবে পরিচিত বাংলাদেশি সন্তান ড. ম্যাক ইউরি।

এই বিস্ময় মানব ম্যাক ইউরিকে ডিসকভারি চ্যানেলে কর্তৃক'সুপার হিউম্যান' সম্মানে ভূষিত করা হয়েছে। ২০১১ সালের ৭ মে কিক করে তিনটি বেসবল ব্যাট ভেঙে বিশ্ব রেকর্ড গড়েন বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টার। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরী করা এক কেজি ওজনের একেকটা ব্যাটের মোটা অংশের পুরুত্ব ছিল ৮ ইঞ্চি ও হাতল ছিল ২ দশমিক ৭৫ ইঞ্চি!
পরবর্তীতে ওয়েন ইউনিভার্সিটি আমেরিকা গবেষণা করে তথ্য বের করে যে, প্রতিটি স্ট্যান্ডার্ড বেসবল ভাঙতে ৭৪০ পাউন্ডস শক্তি লাগে। বৃটেনের নটিংহামের মেয়রের উপস্থিতিতে ওয়ার্ল্ড রেকর্ডস রেজিস্ট্রি অ্যাডজুডিকেটর জন ইভান্স আনুষ্ঠানিকভাবে এই কৃতি মার্শাল আর্ট গ্র্যান্ডমাস্টারের হাতে বিশ্ব স্বীকৃতির সনদ হস্তান্তর করেন
একটি মন্তব্য পোস্ট করুন