GuidePedia

0
জিমেইল থেকে দূরে থাকুন
রাশিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আঞ্চলিক সরকারি কর্মচারীদেরকে  জিমেইলের মত ওয়েবভিত্তিক বিদেশি ওয়েবমেইল ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে তারা রুশভিত্তিক ওয়েবমেইল ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
জিমেইল থেকে দূরে থাকুন

নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে রুশ দৈনিক ‘ইজভেজতিয়া’ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেল সিক্যুরিটি সার্ভিস (এফএসবি) দু’সপ্তাহ আগে রাশিয়ার আঞ্চলিক টেলিযোগাযোগ কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি চিরকুট পাঠিয়েছে। এতে, জিমেইলসহ বিদেশি ওয়েবভিত্তিক ইমেইল ব্যবহারের না করার জোরালো পরামর্শ দেয়া হয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের কোনো কোনো স্থানীয় প্রশাসক তাতক্ষণিকভাবে এ নির্দেশ মান্য করেছেন।

আমেরিকা বিশ্বজুড়ে ইমেইল ও মোবাইল ফোনে আঁড়ি পাতছে বলে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দেয়ার পর এ সুপারিশ করল এফএসবি

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top