GuidePedia

0

প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার আমাদেরকে প্রতিনিয়তই মুগ্ধ করছে। প্রযুক্তির তেমনই একটি বিস্ময়কর আবিষ্কার হলো ‘এয়ার আমব্রেলা’ বা বাতাসের তৈরি ছাতা। ভাবছেন এটা আবার কী, তাই না? সম্প্রতি কিক স্টারার নামের একটি কোম্পানি বিশেষ ধরণের এই ছাতাটিকে বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে।
http://prem.durlov.org/
ছাতাটি দেখতে কিছুটা লাঠির মতো। সাধারণ ছাতার মতো এতে কোনো কাপড়ের আস্তরণ নেই। এই ছাতা উল্টাবে না, এমনকি ভাঙ্গবেও না। ছাতার উপরের গোলাকার অংশে এমন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যার ফলে যেখান থেকে প্রচন্ড বেগে বাতাস বের হবে। এতে বৃষ্টির পানি বাতাস ভেদ করতে না পেরে চারপাশে ছিটকে পড়বে। ফলে আপনি বৃষ্টির পানিতে একটুও ভিজবেন না!
৩০ সেন্টিমিটার লম্বা এই ছাতাটির ব্যাটারি লাইফ হলো ১৫ মিনিট। ২০১৫ সালের ডিসেম্বরের দিকে এই ছাতা আমেরিকার মার্কেটে আসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top