GuidePedia

0
দ্বিতীয় বিয়ে করলেন এক ব্যক্তি। তবে এ বিয়ে যে-সে বিয়ে নয়। কারণ পাত্রী রক্ত-মাংসের মানুষ নয় বরং একটি গাছ! পরিবেশপ্রেমী এক ব্যক্তি ঠিক এমনটিই করলেন।



পেরুর বাসিন্দা অ্যাক্টিভিস্ট এবং অভিনেতা রিচার্ড টোরেস কলম্বিয়ার বোগোতোর পাশে ন্যাশনাল পার্কে একটি গাছের সঙ্গে দ্বিতীয় বার বিয়ে করেন। উদ্দেশ্য? পরিবেশ সংক্রান্ত বিষয়ের প্রতি সচেতনতা গড়ে তুলতেই এই বিয়ে রিচার্ডের।



রিচার্ডের পরিবার এবং কয়েক জন বন্ধু এই বিয়েতে উপস্থিত ছিলেন। ‘বধূ’কে উপহারে ফল দেয় ছোট্ট-ছোট্ট বাচ্চারা।



রিচার্ডের প্রত্যাশা, এই অনুষ্ঠান সকলের চোখ খুলবে। মনুষ্যসৃষ্ট পরিবেশ সংক্রান্ত সমস্যার প্রতি ভাবনা-চিন্তা শুরু হবে। পাশাপাশি রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়ার বিপ্লবীদের যুদ্ধ ছেড়ে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানান রিচার্ড।



তিনি বলেন, লাতিন আমেরিকার অন্য দেশগুলিতেও পরিবেশ বাঁচানোর বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি। এর আগে, গত বছর, বুয়েনাস আয়ার্সে একটি গাছের সঙ্গে বিয়ে করেছিলেন রিচার্ড টোরেস।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top