কোনো নারীকে অকারণে মিসড কল দিলেই জেলে যেতে হবে। তবে আমাদের দেশে নয়, এমন কড়া সিদ্ধান্তই নিয়েছে ভারতের বিহার পুলিশ। এমন তথ্যই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদপত্রগুলো।
সিআইডির ইসপেক্টর জেনারেল অরবিন্দ পান্ডে বলেন, অকারণে নারীদের মিসকল দেয়া গুরুত্বপূর্ণ অপরাধ। এতে মানসিক শান্তি ভঙ্গ হয়। সেই সঙ্গে নারীরা নিরাপত্তার অভাববোধ করেন।
তবে একবার কিংবা দু’বার মিসড কল এলে তা নিয়ে নারীদের মাথা না ঘামানোর উপদেশ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ক্রমাগত ফোন এলে সেটি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ডি(১) এবং (২) ধারায় অপরাধ বলে বিবেচিত বলে জানান সিআইডির ইসপেক্টর জেনারেল অরবিন্দ পান্ডে।
একটি মন্তব্য পোস্ট করুন