জাপানে “স্টপ! এইডস”- নামের একটি ক্যাম্পেইন চলছে। লক্ষ্য, এইচআইভি এবং এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি।
এ কাজে তহবিল সংগ্রহে সাহায্য করছে সেখানের যৌন কর্মীরা। যে প্রক্রিয়ায় তহবিল গঠন করা হচ্ছে, তা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না।
গত ৩০ আগস্ট এই লাইভ ইভেন্টটি সবার জন্য উন্মুক্ত করা হয় ২৪ ঘণ্টার জন্য। যারা এখানে ডোনেশন করেছেন তারা ঐ সব পর্ণ স্টারদের স্তন স্পর্শ করার সুযোগ পান।
উল্লেখ্য, বিশ্বে লাখ লাখ মানুষ এইডসের সাথে পাঞ্জা লড়ছে, যার মধ্যে অন্তত ২.১ মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে।
সূত্রঃ হাফিংটন পোস্ট
একটি মন্তব্য পোস্ট করুন