GuidePedia

0


হঠাৎ রাস্তায় এমন এক নারীর সঙ্গে দেখা হয়ে গেল যার স্তন তিনটি। কিন্তু বিস্ময় আছে আরো! শহরের ফুটপাতে চার জন পুরুষের গলায় কুকুরের বেল্ট পরিয়ে হামাগুঁড়ি দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন তিনি!!
এটা অতিরঞ্জিত কোনো গাঁজাঘুরি গল্প নয়। সত্যি সত্যিই এমন একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে আপলোড করেছে লাইভ লিক নামে একটি ওয়েবসাইট। তবে ওই নারীর পরিচয় দেয়া হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে হাফিংটন পোস্টে একটি প্রতিবেদনে সার্জারি করে তিনটি স্তন বানানোর খবর ছবিসহ প্রকাশিত হয়। জেসমিন ত্রিদেভিল ছদ্মনামের ওই নারী এই সার্জারির জন্য খরচ করেন ২০ হাজার ডলার।
ধারণা করা হচ্ছে এই সেই নারী। পোষা কুকুরের মতোই তার রয়েছে চার পুরুষ। এরা আক্ষরিক অর্থেই কুকুরের মতো আচরণ করে। ভিডিওর শেষ অংশে দেখা যায়, এই চার যুবক কুকুরের মতোই খেলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top