GuidePedia

0

ফিলিপিন্স, ৩০ নভেম্বর- ফিলিপিন্সে ধেয়ে এল ভয়াবহ ঝড়। ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকাগুলো। ঝড়ের সঙ্গে চললো প্রচণ্ড বৃষ্টি। ফলে বন্যা আর ধস। এখনও পর্যন্ত বন্যা ও ধসে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ সাতজন। বুধবার সকালে ৫৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে ফিলিপিন্সের দক্ষিণে মিনদান্নো দ্বীপে। ফিলিপিন্সে মাঝে মাঝেই ঝড় আছড়ে পড়ে। ফেসবুকে আজকের এই ঝড় নিয়ে একটা মজার পোস্ট করলেন ফিলিপিন্সের এক তরুণী। তিনি লিখলেন, তার এক বন্ধুকে ঝড় এসে তার প্রাক্তন প্রেমিকের ছাদে আছড়ে ফেলে। এতে তার বন্ধু সামান্য আহত হয়। কিন্তু পুরনো প্রেমিকের সঙ্গে সব খারাপ সম্পর্ক মিটে যায় ঝড়ের বেগে। আবেগে সাবেক প্রেমিকাকে জড়িয়ে ধরে জানিয়ে দিলেন, তিনি আর কোনোদিন তাকে ছেড়ে যাবেন না! প্রকৃতি যখন চায় তারা একসঙ্গে থাকুক, তখন কার সাধ্যি তাদের আলাদা করা! 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top