‘বীর’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করে বলিউডে রাজকীয় অভিষেক হয় জেরিন খানের। এই ছবিতে বেশ সাদাসিধা তরুণীর ভূমিকায় দেখা গেলেও এর পরপরই পরিচালকরা তাকে নিয়ে কাজ করার সময় বিপাকে পড়েন তার শরীরের ওজন নিয়ে। সব ধরনের গুণ থাকা সত্ত্বেও ওজন বেশি হওয়ার কারণে বলিউডের মতো বড় জায়গায় অনেকটা মারই খেয়ে যান জেরিন।
তারপরও ‘হাউসফুল-২’ ছবিতে নিজের অভিনয় গুণে পার পেয়ে যান এই অভিনেত্রী। তবে নিজের ওজন বেশি হওয়ার বিষয়টি উপলব্দি করে গত দুই বছর ধরে বেশ ঘাম ঝরানো পরিশ্রম করেন জেরিন। জিম থেকে শুরু করে নিজেকে ফিট রাখার জন্য খাবারের পরিমাণ একদমই কমিয়ে দিয়েছেন। তবে এখনও নিজেকে শতভাগ ফিট মনে করছেন না তিনি। তাই এখনও নিজের সেই শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন নিয়ম করে।
এটা হলো পুরানো খবর নতুন খবর হলো, সম্প্রতি এক ফটোশুটে অংশগ্রহন করতে গিয়ে অনেকটা বিড়ম্বনায় পরেন জেরিন খান। ভিডিওতে দেখা গেছে বার বার তার স্তনের কাপর নেমে যাচ্ছিল এবং বার বার তা হাত দিয়ে টেনে ঠিক করছিলেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন