GuidePedia

0
অর্থের অভাবে এবং বাবা-মাকে বাঁচাতে নিজেকেই বিক্রি করে দিচ্ছেন মেয়ে। নিজেকে বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করেছেন গুজরাটের মেয়ে চাঁদনী। নিজের ছবি ও ফোন নম্বর ফেসবুকে পোস্ট করে তিনি আবেদন জানিয়েছেন, তিনি নিজেকে বিক্রি করতে চান আর্থিক সঙ্কট মেটানোর জন্য।

চাঁদনি রাজগৌর জানিয়েছেন, মা বেশ কিছুদিন ধরেই পক্ষাঘাতে আক্রান্ত। সম্প্রতি পড়ে গিয়ে শয্যাশায়ী হয়ে গিয়েছেন বাবাও। বছর ২০ আগে ভোপাল থেকে বাবা-মায়ের সঙ্গে ভদোদরায় চলে যান চাঁদনী।


ফেসবুকে তিনি জানিয়েছেন, এইভাবে নিজেকে নিলামে তুলে দেওয়া ছাড়া তাঁর কাছে আরও কোনও উপায় ছিল না।

তিনি বলেন, আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু আমার আর কিছু করার নেই। এইভাবে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী আনন্দিবেন পটেলের কাছেও সাহায্যের আবেদন করেন।

চাঁদনীর আশা, তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। তিনি জানান, তাঁকে সাহায্য করার জন্য ইতিমধ্যেই এগিয়ে আসছেন অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top