GuidePedia

1



বর্তমান বিশ্বে প্রযুক্তি আর ইন্টারনেট আমাদের জীবনে নানাভাবে জড়িয়ে যাচ্ছে। ইন্টারনেট যত এগিয়ে যাচ্ছে, ততই সোশ্যাল মিডিয়ার প্রভাব সৃষ্টি হচ্ছে। লাইফস্টাইল ওয়েবসাইট টাইনি বাইটস ডটমি থেকে জানুন সেসব চমকপ্রদ তথ্য।

টুইটার
টুইটার একটি রাষ্ট্র হলে বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে সেটি হত ১২তম। এর ঠিক পেছনে থাকত ফিলিপাইন আর উপরে থাকত মেক্সিকো। তবে এখনও বিশ্বের মাত্র এক শতাংশ নাগরিক টুইটার ব্যবহার করে।
‘ফেইসবুক ডিজঅর্ডার’
সম্তিপ্র ফেইসবুক ডিজঅর্ডার নামে একটি বৈশিষ্ট্যকে মনোবিদরা চিহ্নিত করেছেন। বাস্তবজগতের বদলে ভার্চুয়ালজগতে সময় কাটাতে স্চ্ছবান্দ্যবোধকারীরাই এর শিকার। বর্তমানে বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ এ সমস্যায় আক্রান্ত।
দ্বিগুণ হারে বৃদ্ধি
পেশাদারদের নেটওয়ার্ক সাইট হিসেবে পরিচিত লিঙ্কডইনে গড়ে প্রতি সেকেন্ডে দুজন করে নতুন সদস্য যোগ হচ্ছে।

ধনী টুইটারকারী

টুইটার ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশের বার্ষিক আয় এক লাখ ডলারের উপর।

শুরুতে ইউটিউব
ইউটিউব শুরু হয়েছিল এক ডেটিং সাইট হিসেবে।

যে হারে ব্লগের জন্ম হয়
বর্তমানে বাংলাদেশে ব্লগ নিয়ে দারুণ হৈচৈ হচ্ছে। ব্লগ হচ্ছে ইন্টারনেটে অনেকটা নিজের গল্প বলা। আর বর্তমানে প্রতি মাসে বিশ্বে গড়ে প্রায় ৩০ লাখ ব্লগের জন্ম হয়।

ইন্টারনেট জুটি
২০১১ সালে যুক্তরাষ্ট্রের প্রতি আটজনের মধ্যে একটি জুটির পরিচয় ইন্টারনেটের মাধ্যমে হয়েছিল।
হ্যাকিংয়ের জন্য
ফেইসবুক আপনাকে ৫০০ ডলার প্রদান করবে, যদি আপনি তাদের ফেইসবুক হ্যাক করার উপায় বাতলে দেন। মূলত নিজেদের সাইটের দুর্বলতা বের করার জন্য তারা এটি করছে।


ই-বুকের জয়যাত্রা
অ্যামাজন নামে ইন্টারনেটে পণ্য বিক্রেতা কাগজের বইয়ের চেয়ে বেশি সংখ্যক ই-বই বিক্রি করেছে। 

গুগুল সার্চ
গুগলে গড়ে প্রতিদিন প্রায় এক বিলিয়ন বা প্রায় ১০০ কোটি অনুসন্ধান করা হয়।

মানুষের চেয়ে যন্ত্র বেশি
এক হিসেবে দেখা গেছে, ২০১২ সালের শেষে পৃথিবীতে প্রায় ১৭শ’ কোটি যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত রয়েছে। এই সংখ্যাটি পৃথিবীর মানুষের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি।

৮০ শতাংশ
ইন্টারনেটে ডাউনলোডের প্রায় ৮০ শতাংশ হচ্ছে গান, যার জন্য ১৩ মিলিয়ন ফাইল এবং ৫২ হাজার গানের সাইট আছে।

গ্যারেজ থেকে যাত্রা
এইচপি, গুগল, মাইক্রোসফট এবং অ্যাপল- সবকটি কোম্পানির যাত্রা শুরু হয়েছিল গাড়ির গ্যারেজ থেকে।

ভিডিও গেইম বনাম ডিভিডি
২০০৮ সালের পর থেকে ভিডিও গেইমের বিক্রি ডিভিডি মুভিকে ছাড়িয়ে গেছে।


স্প্যাম
ই-মেইলের ৬০ শতাংশই হচ্ছে স্প্যাম। আর জিমেইলের হিসেবে তাদের যাবতীয় মেইলের দুই-তৃতীয়াংশ হচ্ছে স্প্যাম।

ইবেতে আত্মা বিক্রি
অনলাইনে ক্রয়-বিক্রয় ও নিলাম সাইট ইবেতে প্রতি সেকেন্ডে ৬৮০ ডলারের কেনাবেচা হয়। একবার এক মহিলা দুই হাজার ডলারে তার আত্মা বিক্রির জন্য ইবেতে রেখেছিলেন।

নেটজট
প্রতিবছর গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ হারে ইন্টারনেটে ট্রাফিক বাড়ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, আগামীতে ট্রাফিক জ্যাম কেবল ঢাকার রাস্তায় নয় ইন্টারনেটেও দেখা যাবে।

টাইপিস্টের কাজের দৌড়
যারা কম্পিউটারে কেবল টাইপের কাজ করেন, একটি সাধারণ কর্মদিবসে তারা গড়ে যে পরিমাণ টাইপ করেন, তা প্রায় ১২.৬ মাইল দূরত্বের সমান।

গুগলের বিদ্যুৎ ব্যবহার
প্রতিবছর গুগল ১৫ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। বিশ্বের খুব কম দেশই এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

  1. imo sex 800 tk Call Me 01628818890.........................................................................................................................imo
    sex 800 Call Me.........../

    হাই প্রবাসি,আমি ঝরনা আক্তার, আমি ইমু সেক্স করি, আমার সাথে ইমু সেক্স করতে চাইলে +8801628818890 যোগাযোগ করুন।

    হাই,প্রবাসি বন্ধুরা, আমি টাকার বিনিময়ে imo sex করি।
    ভিডিও sex ১০০০টাকা,, অডিও sex ৫০০ টাকা, আমার মোবাইল নাম্বারে
    +8801628818890 কল দিন। এটাই imo ও bkash নাম্বার।।

    ফোন সেক্স ইমু ভিডিও সেক্স করতে কল করুন ১০০% গার্লস : +8801628818890

    হাই,প্রবাসি বন্ধুরা আমি সুবর্না আক্তার, আমি টাকার বিনিময়ে imo sex করি। ভিডিও sex ১০০০টাকা,, অডিও sex ৫০০ টাকা, আমার মোবাইল নাম্বারে +8801628818890 কল দিন। এটাই imo ও bkash নাম্বার।।

    হাই,প্রবাসি বন্ধুরা আমি সুবর্না আক্তার, আমি টাকার বিনিময়ে imo sex করি। ভিডিও sex ১০০০টাকা,, অডিও sex ৫০০ টাকা, আমার মোবাইল নাম্বারে +8801628818890 কল দিন। এটাই imo ও bkash নাম্বার।।

    হাই প্রবাসি বন্ধুরা আমি লিজা আমি টাকার বিনি ময়ে ফোন সেক্স করি ফোন নাম্বার,, +8801628818890,, ইমুতে

    +8801628818890..hi.আমি খুব গরিব একটা মেয় আমি টাকার বিনিময় ফোন সেক্স ও ভিডিও সেক্স করি=ভিডিও সেক্স=1000tk ফোন সেক্স=500tk call me=+8801628818890

    আমি শুদু প্রবাশী ভাই দের সাথে ইমো সেক্স করি টাকার বিনিময়ে ১০০ % সিওর কাজ করি কাউকে ফাকি দিনা ওকে ভিডিও 800 টাকা ওডিও ১০০০ টাকা বিকাশ বাধ্যতা মূলক করতে হবে কেউ ডিশট্যাপ করবেননা করলে বুলোক করবো কাজ করি সব খুলে এবং কথা বলে সেক্স তুলে দি এক বার করেন তাহলে অনেক মজা পাবেন ১০০%সময় এক ঘষ্টা +8801628818890

    আমি তুলি আক্তার ইমু সিক্স করি আমার নাম্বার +8801628818890

    সেক্স করতে এখনই কল করুন : +8801628818890

    উত্তরমুছুন

 
Top