GuidePedia

0

 বিয়ের পোশাকে একটু বিশেষত্ব থাকা চাই-ই চাই। সবার থেকে একটু আলাদা কোনো পোশাক পরে নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখার বাসনা সব নারীরই থাকে। নারীর সেই বাসনা পূরণের লক্ষ্যেই চায়নার একটি ড্রেস মেকিং কোম্পানি করলো এলাহি এক কান্ড!

৪১০০ মিটার লম্বা একটি বিয়ের পোশাক তৈরী করে রেকর্ড করেছে জিয়াংজুনসাঙ্গু ড্রেস মেকিং এর কর্মচারীরা। এটি বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় বিয়ের পোশাক হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এর আগের রেকর্ড ছিলো ১১২৩ মিটারের একটি বিয়ের পোশাক।


পশ্চিম চায়নার একটি বিশাল ফুলের মাঠের পাশে একজন মডেলকে পোশাকটি পরিয়ে ফটোশুট করা হয়েছে। সেখানে মডেলকে রাস্তায় দাঁড়া করিয়ে তার গাউনটিকে পুরো ফুলের মাঠে ছড়িয়ে দিয়ে উপর থেকে ছবিও তোলা হয়েছে। এই পোশাকটি কেউ নিতে চাইলে তাকে গুণতে হবে প্রায় ৪০,০০০ পাউন্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top