GuidePedia

0


ট্রাকের চাপায় কতকিছু ধ্বংস হয়। মারা যায় অনেক মানুষ। কিন্তু কুমড়ার চাপায় ট্রাক ধ্বংস হয় কেউ কখনো শুনেছে কি! না শুনলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কুমড়া মেলায়। সেখানে বিশাল বিশাল কুমড়ার প্রদর্শনী করা হয়।
1413697135_0
এর মধ্যে  ১২শ’ পাউন্ড (৫৪৪ কেজি) ওজনের একটি কুমড়া ক্রেন দিয়ে তুলে ১২৫ ফুট উচু থেকে একটি ট্রাকের উপর ফেলা হয়। এতেই ট্রাকটি ধ্বংস হয়ে যায়।
1413697135_1
প্রতি বছর কনিয়ট লেক পার্কে এই কুমড়া মেলা অনুষ্ঠিত হয়। এবছর এই মেলায় অন্তত ৩০ হাজার লোক উপস্থিত হয় বলে জানানো হয়েছে। -ইউপিআই

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top