GuidePedia

0

আকাশ থেকে পড়তি বল ক্যাচ লুফতে তো হামেশাই দেখা যায়। কিন্তু তিন তলা থেকে পড়ে যাওয়া একটি বাচ্চাকে অসাধারণ দক্ষতায় ক্যাচ ধরার দৃশ্য দেখেছেন কী? দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে এমনই একটি ক্যাচ একটা বাচ্চার জীবন বাঁচিয়ে দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top