GuidePedia

0

নীলফামারী পৌর এলাকার বাড়াইপাড়া গ্রামের চাষি আব্দুল মজিদের বাড়িতে লাউ গাছের এক বোঁটায় অন্তত ৫০টি লাউ ধরেছে।

এ ঘটনা দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছে। হরমোনজনিত কারণে এ রকম হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।


আব্দুল মজিদ জানান, তিন মাস আগে বাজার থেকে একটি লাউ গাছের চারা এনে বাড়ির উঠোনে রোপণ করেন। এরপর গত মাস থেকে গাছটিতে একটি দুটি করে লাউ ধরতে থাকে। ঘটনাটি তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন উল্লেখ করে আব্দুল মজিদ বলেন, তবে বেশ উপভোগ করছি। সারা দিন বাড়িতে ভিড় থাকায় বেশ ভালো লাগছে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা বলেন, অবিশ্বাস্য হলেও সত্য যখন নিজ চোখে বিষয়টি দেখলাম। হরমোনজনিত কারণে এক ডগায় এতগুলো লাউ ধরতে পারে মনে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top