GuidePedia

0


দুই নায়িকার ঝগড়া, চুলোচুলি, হাতাহাতির দৃশ্য পর্দায় এসেছে বহুবার। তবে সেসব কেবলই অভিনয়, চরিত্রের প্রয়োজনে। তবে এবার ঘটে গেল সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। টিভির পর্দায় ছবির প্রোমোশন এসে ক্যামেরার সামনে নায়িকাদ্বয়ের মারপিটের ঘটনা ঘটেছে এবার বাস্তবেই। আর এই ঘটনার সাক্ষীই থেকে গেল কপিল শর্মার কমেডি শো।

মেকআপ ভ্যান থেকেই ঘটনা শুরু, একটা দুটো কথায়, হঠাৎই ঝগড়া বেঁধে যায় ‘দ্য এক্সপোজ’ ছবির দুই নায়িকা সোনালি রাওত ও জোয়া আফরোজির মধ্যে। মেকআপ ভ্যানের বাইরে থেকেই নাকি শোনা যায় দুই নায়িকার চিৎকার, অশ্রাব্য গালিগালাজ। বাইরে থেকে কেউ বুঝতেই পাচ্ছিলেন না আসলে ঘটছে কী। এমনকি ঝগড়ায় মত্ত হয়ে দুম করে ভ্যান থেকে বেরিয়ে এসে সবার সামনেই ফের ঝগড়ায় মেতে ওঠে সোনালি-জোয়া। তবে এবার মুখে নয়, দুজনেই দুজনকে এক হাত নিয়ে ফেলেন।

সোনালির গালে পড়ে জোয়ার চড়। এরপর জোয়া যাবে কোথায়? চড় খেয়ে ক্ষিপ্ত সোনালি চুল ধরে টেনে ফেলে দেন জোয়াকে। জোয়াও নাকি ছাড়ার পাত্রী নন, শুরু হয় ঘুষাঘুষি। ঠিক এই সময়ই আর্বিভাব ঘটে ছবির নায়ক হিমেশ রেশমিয়াঁর। অনেক কষ্টে আয়ত্তে আনেন দুই নায়িকাকে। নিজের শোয়ে এ রকম কাণ্ড দেখে হতবাক কপিল শর্মাও।

জানা গেছে, ছবিতে চরিত্র নিয়েই নাকি ঝামেলার সূত্রপাত। সোনালি জোয়াকে অশ্লীল ইঙ্গিত ও খারাপ মেয়ে বলার পরেই শুরু হয় এই ঝগড়া। ইউনিটের অনুরোধে ঝগড়ার নিষ্পত্তি হলেও, দুই নায়িকার চোখে নাকি ছিল বদলার আগুন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top