একটু একটু করে সময় গড়াচ্ছে আর বিদ্যা বালানের ছটফটানি বাড়ছে। তিনি হয়ে উঠছেন তৃষ্ণাতুর। আর একটু বেশি পাওয়ার জন্য তার ভেতরটা হাহাকার করে উঠছে।
হ্যাঁ, এমনটাই জানিয়েছেন, বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তিনি জানিয়েছেন, একটা ভালো চরিত্রের জন্য তৃষ্ণার্ত। আর এ কারণে তার ভেতরটা ছটফট করছে। একটা ভালো চরিত্রের আশায় দিন গুনছেন তিনি।
বিয়ের পর সম্প্রতি গুঞ্জন ওঠে বিদ্যা মা হতে চলেছেন। আর সে কারণে অনেক পরিচালকই তার থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ মা হয়ে গেলে তার বাজার থাকবে না।
কিন্তু মা হওয়ার খবর নাকচ করে দিয়েছেন বিদ্যা। বিয়ের কারণে ক্যারিয়ারের যেটুকু ক্ষতি হয়েছে, তা এখন তিনি পুষিয়ে নিতে চান। আর এজন্য তার দরকার একটি ভালো চরিত্র।
পরিনীতা ও ডার্টি পিকচার ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসার দাবি রাখে। এ দুই ছবির মধ্য দিয়েই মূলত তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।
একটি মন্তব্য পোস্ট করুন