GuidePedia

0

বলিউডের নায়িকাদেরকে আমরা দেখি অভিজ্ঞ মেকআপ আর্টিস্টদের মেকআপে ও সিনেমার ফ্ল্যাশ লাইটের কড়া আলোয়। তাদের সৌন্দর্য ও ফিটনেস বরাবরই আমাদেরকে মুগ্ধ করে। হাজারো মানুষের কাছে তারা যেন স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী। কিন্তু মেকআপ ছাড়া তারা কেমন দেখতে? নিশ্চয়ই মনে কৌতূহল জেগেছে অনেকবার? আসুন একনজরে বলিউডের নায়িকাদের মেকআপ ছাড়া কিছু ছবি দেখে নেয়া যাক। তালিকায় আছেন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন থেকে শুরু করে বিদ্যা বালান, কারিশমা কাপুরসহ অনেকেই।
বলিউডের নতুন প্রজন্মের হিরো রণবীর কাপুর থেকে শুরু করে সিধারত মালহোত্রা পর্যন্ত পাগল এই অভিনেত্রীর গ্ল্যামার লুকের পাগল। ছবিতে দেখুন চির সবুজ বলে সম্বোধন করা হলেও বয়সের ছাপ যে পড়ে গিয়েছে তা স্পষটা।
দেখুন কেমন দেখাচ্ছে মেক-আপ বিহীন কারিশমা কাপুরকে। মেক আপ ছাড়া এবং মেক আপ সহ দুইভাবেই সমান ভালো লাগছে তাকে।
নিশ্চয়ই ভাবচ্ছেন ছবির দুটি ব্যক্তিই কি একজন? মেক-আপ বিহীন সেলিনা জেটলির থেকে পর্দার সেলিনাই যেন বেশী আবেদনময়ী।
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। রূপালি পর্দায় এই অভিনেত্রীর আকর্ষণীয় বাহ্যিক উপস্থাপন বরাবরই সবাইকে আকর্ষণ করলেও প্রকৃতপক্ষে মেক-আপ ছাড়া এই অভিনেত্রী একে বারেই চিনতে পারবেন না আপনি!
ছবিতে দেখুন মেক-আপবিহীন একেবারে সাধারণ সুস্মিতা সেনকে।
জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালানকে দেখুন। মেক-আপ ছাড়া একেবারে গ্ল্যামারহীন দেখায় এই অভিনেত্রীকে।
কিম শর্মাকে দেখুন একেবারে মেক আপ ছাড়া একেবারেই এক সাধারণ অভিনেত্রীকে।
কাহনা পেয়ার হে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আমিশা পাটেল। এরপর দিন দিন গ্ল্যামারাস হয়ে উঠলেও বাস্তব জীবনে মেক আপ ছাড়া একেবারে চেনার উপায় নেই।
'মাস্ত' সিনেমার এই অভিনেত্রীর কথা মনে আছে দেখুন তো মেক আপ ছাড়া ঊর্মিলাকে চিনতে পারেন কিনা?
- See more at: http://www.priyo.com/2014/05/07/l67881-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A6%86%E0%A6%AA-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%A8#sthash.GY5DijSG.dpuf

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top