GuidePedia

0

এক প্রাণ, এক হৃদয় হরিহর আত্মার এই দুই বোন সবকিছুই করেন একসঙ্গে, প্রেমও করেন একজনের সঙ্গেই। এমনকী, একেবারে হুবুহু একরকম দেখতে হওয়ার জন্য দুজনেই করিয়ে নিয়েছেন একইরম প্লাস্টিক সার্জারি।

অ্যানা ও লুসি ডেনিক। বয়স ২৮। সারাজীবন কখনই আলাদা করা যায়নি অভিন্নহৃদয় এই দুই বোনকে। অস্ট্রেলিয়ার পার্থ শহরের বাসিন্দা দুই বোনের কর্মক্ষেত্রও এক। দুজনেই একটি নার্সিংহোমে বয়স্ক মানুষদের দেখাশোনা করেন। তবে সবথেকে চমকপ্রদ বিষয় যে তাঁদের প্রেমিকও একজনই। ডেট-এ গেলে তিনজন একসঙ্গে। এমনকী, শোয়ার সময়ও এক বিছানায় তিন জন। বললেন, "সব ব্যাপারেই আমাদের আমাদের পছন্দ একেবারেই এক। তাই স্বাভাবিক ভাবেই প্রেমের ক্ষেত্রেও তাই হয়েছে। সবকিছুই জীবনে জোড়ায় চাই আমাদের, নাহলে একেবারেই চাই না।"

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top