সবচেয়ে উচু স্থানে ঝুলে থেকে ছবি উঠিয়েছেন রাশিয়ার এক তরুণ। আর এ ছবিকেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ছবি বলা হচ্ছে। এ ভয়ঙ্কর কাজটি করেছে রাশিয়ান তরুণ ইভান।
তার সঙ্গী ছিল কিরিল ও ভাসিলিসা। তারা মস্কোর একটি ৩০ তলা ভবন বেঁছে নিয়েছিল এ অভিযানের জন্য। অতি সন্তর্পণে লিফটে করে ১৬ তলা অতিক্রম করে তারা, যাতে কেউ বিষয়টি আঁচ করতে না পারে। পরে, অতিদ্রুত বাকি ১৪ তলা অতিক্রম করে ভবনটির ছাদে উঠে যায়। এখানেই চলে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফটোসেশন।
ইভান ভবনটির একটি কিনারা ধরে ঝুলতে থাকে। এ কাজটির জন্য সে দড়ি বা অন্য কোন কিছুই ব্যবহার করেনি। তখন সেখানে ছিলো ইভান আর শূন্য আকাশ।
একটি মন্তব্য পোস্ট করুন