দুর্লভ প্রেম বিনোদন : একের পর এক বিতর্ক সৃষ্টিই করে চলছেন পপ সিঙ্গার জাস্টিন বিবার। উশৃঙ্খল জীবন যাপনের জন্য বরাবরই সমালোচনার মুখে পড়তে হয় এই জনপ্রিয় সিঙ্গারকে। তবে এবার যেন সব মাত্রাকে অতিক্রম করে বসলেন এই তারকা।
সল্পসময়ের মধ্যেই আন্তর্জাতিক সঙ্গীত ভুবনে নিজের অবস্থাঙ্কে দৃঢ় করতে চলেছেন পপ তারকা জাস্টিন এমনটাই ধারনা করছিলেন তার ভক্তরা। শুধু তাই নয় খুব অল্প বয়সে যেকজন তারকা জনপ্রিয়তা এবং তারকা খ্যাতি অর্জন করতে পেরেছেন তাদের মধ্যে জাস্টিন একজন। আবার এই জনপ্রিয়তা এবং তারকা খ্যাতিকে নিজ হাতে গলা টিপে হত্যাকারিদের মধ্যে জাস্টিন তাদের মধ্যেও অন্যতম।
বিবসনা হয়ে উম্মাদের মত নাচানাচি। মাদকদ্রব্য সহ আটক এবং জরিমানা। আর এবার ছিনতাইয়ের দায়ে খবরের শিরোনামে পরিণত হয়েছেন। ঘটনাটি ঘটেছে লস আঞ্জেলস শহরে। লস আঞ্জেলসের পুলিশ বিভাগ জানায় জাস্টিন বিবারের বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।
তবে এ বিষয়ে জাস্টিনকে আদৌ গ্রেফতার করা হয়েছে কিনা সেব্যাপারে সহকারী মুখ খুলতে রাজি হননি। তবে তিনি জানান ছিনতাইয়ের স্বীকার মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন