প্রথম দেখায় মনে হবে মেয়েটি একটা টাইট জিন্স পড়ে রয়েছে৷ কিন্তু একটু লক্ষ্য করলেই সত্যিটা চোখে পড়বে৷ আসলে এই মহিলা প্রায় অর্ধনগ্ন হয়েই রাস্তায় হাঁটছেন৷
আপনি বোধহয় দেখতে পাচ্ছেন না, তাই তো? একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই মহাশয়া আসলে কোমড়ের নীচ থেকে কিছু না পড়েই রাস্তায় হাঁটছেন৷শরীরে জিন্স কিন্তু অর্ধনগ্ন!(ভিডিও সহ)
মেকআপ আর্টিস্ট মেরি পি এক এমন জিন্স এই ফ্রেঞ্চ মডেলকে পড়িয়েছে যা বাস্তবে নেই৷ একেবারেই ঠিক শুনেছেন, আর্টিস্ট মডেলের শরীরে জিন্স এঁকেছেন যা পড়েই এই মড়েল রাস্তায় বেড়িয়ে পড়েছেন৷ বেলজিয়ামের পিআর স্কুলের দুই শিক্ষার্থী সারাহ বাবেরে ও ডেভিড লেসাজের মাথায় এই জিন্স আঁকার বুদ্ধি আসে৷
পরীক্ষার জন্য ওদের এক ‘বাজ ভিডিও’ তৈরি করার হোমওয়ার্ক মিলেছিল৷ ওদের এমন এক ভিডিও বানাতে হত যেটা অনেক লোকে দেখবে আর যাকে নিয়ে খুব হইচই হবে৷ শরীরে জিন্স কিন্তু
আর এই ভিডিও দেখার পর বোঝাই যাচ্ছে ওরা পরীক্ষায় একশো তে একশোই পেয়েছে৷
এই দু জনে মেকআপ আর্টিস্ট মেরি পিকে নিজেদের দলে টেনে নিয়েছিল৷ মাত্র দু ঘন্টায় মেরি এক মডেলের শরীরে ফেডেড ব্লু জিন্স এঁকে দেয়৷ মেরি জানায় সারাহ তার খুব ভাল বন্ধু বলেই সে এই কাজ করেছে৷ এছাড়াও ওর বডি পেইন্ট করতে খুব ভাল লাগে৷ তাই এই অফার পাওয়ার পর ও সময় নষ্ট করেনি৷ মেরি জানিয়েছেন রাস্তায় যখন এইমডেল হাঁটছিল বেশিরভাগ মানুষই বুঝতে পারেনি যে তাদের সামনে একজন অর্ধনগ্ন হয়ে রয়েছে৷
একটি মন্তব্য পোস্ট করুন