GuidePedia

0


সিনেমা চলুক না চলুক। সানি ম্যাজিক কিন্তু অব্যাহত। আর এবার তা বড় পর্দা থেকে ছোট পর্দায়। খবরে ছিল আগেই, স্প্লিটভিলার নতুন সিজনে উপস্থাপিকার দায়িত্ব নিতে চলেছেন সানি লিওন। নতুন খবর হলো, এই অনুষ্ঠানে উপস্থাপনা করতে এসে বলিউডের দুই সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফকে নাকি নকল করতে চলেছেন সানি লিয়ন। বলিউডে পা রাখার পর থেকেই নানা লোকে নানা কথা বলেছেন সানিকে। শত চেষ্টার পরও সানির গা থেকে খুলতে দেয়নি পর্নস্টার ট্যাগ। জানা গেছে, ঐশ্বর্য ও ক্যাটরিনা মতো করেই নিজের ফ্যাশন স্টেটমেন্ট রাখছেন সানি লিয়ন। এমনকি এই দুই অভিনেত্রীর জনপ্রিয় ছবির মতো করেই সাজবেন সানি লিয়ন। স্প্লিটভিলা শো\\\’তে বলিউডি ছোঁয়া দিতেই সানির এই অভিনব প্রচেষ্টা। আর সঙ্গে সানির যৌনতার আগুন তো রইলই! 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top