GuidePedia

0


ক্লাবের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে ফের আলোচনা শুরু করেছেন আর্জেন্টাইন ক্ষুদে যাদুকর। তবে এজন্য বাম্পার আর্থিক সুরক্ষার সাথে সাথে অতিরিক্ত দুটি শর্তও জুড়ে দিয়েছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। সম্ভবত বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি।

কিন্তু শর্তগুলো কী? প্রথমটি, আগামী মৌসুমে ম্যানসিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে ক্যাম্প ন্যু’তে চাইছেন মেসি। আর দ্বিতীয়টি বার্সার বর্ষীয়ান গোলকিপার জোস ম্যানুয়েল পিন্টোর চুক্তির নবায়ন। তাছাড়া বার্ষিক ১৬.৫ মিলিয়ন পাউন্ড বেতন ও ৩ মিলিয়নের মতো বাৎসরিক বোনাস পাবেন মেসি। কাতলনিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘টিভি থ্রি’ এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে।

তবে আগুয়েরো ক্যাম্প ন্যু’তে পাড়ি জমালে বার্সার একাদশ কিভাবে সাজানো হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা মেসির চাহিদা অনুযায়ী ম্যানসিটি তারকাকে শুরুর একাদশে রাখলে নেইমারকে নিয়ে ঝামেলায় পড়বে দল। তাছাড়া আলেক্সিজ সানচেজ ও পেদ্রো রদ্রিগেজ তো আছেনই। প্রসঙ্গত, বার্সা ও মেসি যদি এবার চুক্তি নবায়ন করে তাহলে নয় বছরে এটি সপ্তম চুক্তি হবে দুই পক্ষের।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top