GuidePedia

0

নতুন ধরনের এক প্লাস্টিক সার্জারির মাধ্যমে স্তনের চামড়ার ভেতরেই স্থাপন করা হচ্ছে সিলিকনের তৈরি ‘ব্রা’ বা বক্ষবন্ধনী। এতে অনেক বয়স হলেও স্তন থাকবে তারুণ্যদীপ্ত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নে এ নতুন পদ্ধতিটি অনুমোদন লাভ করেছে। তবে যুক্তরাষ্টে তা এখনো অনুমতির অপেক্ষায় আছে। স্তনের ভেতর সিলিকনের এ ব্রা স্থাপন করতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। সিলিকনের কাপকে পাঁজরের হাড়ের সঙ্গে টাইটানিয়ামের স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়।

প্রযুক্তিটির উন্নয়ন করেছে অরবিক্স মেডিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে এ প্রযুক্তি ‘ব্রেস্ট রিডাকশন’ সার্জারির বিকল্প হিসেবে কাজ করে। তবে এতে অতি সামান্য কাটতে হয়। স্তন বড় করার সাধারণ অপারেশনের চেয়ে এটি অনেক কার্যকর বলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে। শরীরের অভ্যন্তরে ব্রা স্থাপনের এ প্রযুক্তিটির প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল বেলজিয়ামে করা হয় ২০০৯ সালে। লন্ডনের দুটি হাসপাতালে এ অপারেশনের খরচ প্রায় ছয় হাজার ডলার বা ৭ লাখ ৮০ হাজার টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top