বাহরাইনের রাজধানী মানামায় অবৈধ উপায়ে দেহ ব্যবসার জাল পেতে বসেছে বাংলাদেশের কিছু অসাধু চক্র। এর সংখ্যা প্রায় ২০০। তারা বিভিন্ন স্থান থেকে খদ্দের ধরে দেয়। গতকাল এ খবর দিয়েছে গালফ ডেইলি নিউজ। এতে বলা হয়েছে, এ কারণে ওই অঞ্চলের সুনাম নষ্ট হচ্ছে। তাই ওই ২০০ বাংলাদেশীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনি পদক্ষেপ নিচ্ছে বাহরাইন। কাউন্সিলররা বলেছেন, এসব খদ্দের রাস্তায় চলাচলরত গাড়ির নাম্বার প্লেট লক্ষ্য করে। তারা যদি দেখে তাতে পারস্য উপসাগরীয় অঞ্চলের নাম্বার প্লেট আছে তাহলে এগিয়ে গিয়ে তাদেরকে রেস্তোরাঁয় বাড়তি ‘বিনোদন’ দেয়ার প্রস্তাব দেয়। অথবা তাদেরকে হোটেল বা সুসজ্জিত এপার্টমেন্টে শারীরিক বিনোদনের আমন্ত্রণ জানায়। বলে, সেখানে তাদের চাহিদামতো নারী আছে। হুরা ও গুবাইদা এলাকার অনেক সুপরিচিত রেস্তোরাঁ, হোটেল ও এপার্টমেন্টের মালিকদের কাছ থেকে এমন অনেক অভিযোগ জমা পড়েছে মানামা মিউনিসিপ্যাল কাউন্সিলে। তাতে তারা এ অবৈধ কর্মকা- বন্ধ করার দাবি জানিয়েছেন। ওই এলাকার কাউন্সিলর গাজী আল দোসারি গালফ ডেইলি নিউজকে বলেছেন, এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এখন যৌথ অভিযান চালানোর জন্য যোগাযোগ করবেন লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির সঙ্গে। এসব কাজে যেসব বাংলাদেশী জড়িত তারা উপসাগরীয় এ অঞ্চলের ভাবমূর্তি নষ্ট করছে। তারা পথচারিকেও নিস্তার দিচ্ছে না। তাদেরকেও সুন্দরী নারীর সঙ্গ দেয়ার প্রস্তাব দেয়।ফলে ওই এলাকায় ভাল কোন ব্যবসায়ী ব্যবসা শুরু করছেন না। অনেকে বলেছেন, তাদের সন্তানদের এ কারণে ওই সব এলাকায় যেতে দেন না তারা।
বাহরাইনে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি নাইট ক্লাবের ভিডিও
একটি মন্তব্য পোস্ট করুন