অদ্ভুত ঘটনাটি ঘটেছে রবিবার। সে সময় খেলা চলছিল নাপোলি এবং সাম্পদোরিয়ার মধ্যে। খেলায় তিন গোলে এগিয়ে ছিল নাপোলি। খেলার প্রায় শেষ মুহূর্তে বিকিনি এবং আন্ডারওয়্যার পরে মাঠে নেমে পড়েন এক নাপোলির নারী সমর্থক। তার হাতে ছিল নাপোলি দলের নীল রঙের পতাকা। নিজে পরে থাকা বিকিনি এবং আন্ডারওয়্যারের রংও ছিল নীল।
অবস্থা বেগতিক দেখে মাঠের নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন ওই সমর্থককে নিবৃত্ত করতে। কিন্তু, সহজে ধরা দেয়ার মানুষ নন তিনি। ছুটে বেড়ালেন সারা মাঠ। এক সময় খুব কষ্টে একজন নিরাপত্তাকর্মী শেষ পর্যন্ত ওই নারী সমর্থককে ধরতে সক্ষম হন। ব্যাস, কাঁধে ফেলে তাকে নিয়ে যান মাঠের বাইরে। রবিবারের ম্যাচে নাপোলি ৫-২ গোলে সাম্পদোরিয়াকে হারায়।
একটি মন্তব্য পোস্ট করুন