GuidePedia

0

নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণের ফলে মহিলাদের ভালোবাসা ও যৌনতার অনুভুতিগুলো নষ্ট হয়ে যায়। ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে পড়ে বলে ব্রিটেনের সম্প্রতি এক গবেষণায় জানা গেছে।

তাই বিয়ের পরে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক টিকিয়ে রাখতে জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ বন্ধের জন্য মহিলাদের পরামার্শ দিয়েছেন গবেষকরা।

গবেষক ড. ক্রেইগ রবার্টস বলেন, “আমাদের গবেষণায় বড়ি গ্রহণের বেশ কিছু নেতিবাচক দিক ওঠে এসেছে যা কোনো মহিলার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে।”
তিনি বলেন, “নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণকারী মহিলাদের ওপর গবেষণায় দেখা গেছে তাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। অনেক ক্ষেত্রে তা দুই বছরের বেশি সময় স্থায়ী হলেও বড়ি গ্রহণের পর মহিলাদের যৌন পরিতৃপ্তি লাভ অনেকটা কমে যায়, যা তার পুরুষ সঙ্গীর প্রতি বিরক্তির উদ্রেক করে।”
এর জন্য এসব বড়ি থেকে দূরে থাকাটাই মহিলাদের জন্য অধিক উপকারী বলে মন্তব্য করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top