আমরা তাসের ঘরের নাম শুনেছি। কিন্তু বাস্তবেকি কখনও দেথেছি? এ দুষ্কর কাজটি করে দেখিয়েছেন ব্রায়ান বারগ। ছবিটি খুব ভালো করে লক্ষ্য করুন, কারণ এটি এমন একটি বিশ্ব রেকর্ড যা এই প্রতিযোগিতার যুগেও প্রায় ২০ বছর যাবত টিকে আছে এবং আরো অনেক বছর থাকতে পারে।
এই পুরো স্থাপনাটাই তাস (Playing Cards) দিয়ে তৈরি। ১৯৯২ সালে ব্রায়ান বারগ নামক এক ব্যক্তি প্রায় ৪৪ দিন লাগিয়ে এটি তৈরি করেন। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে এই স্থাপনাটাই তাস দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা। যা এখনো পর্যন্ত কেউ টেক্কা দিতে পারে নি।
একটি মন্তব্য পোস্ট করুন