ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) হাযেম (রাঃ) নামক জনৈক সাহাবীর বরাতে বর্ণনা করেছেন যে, ”একদা হযরত জিবরাইল (আঃ) নবী করিম (সঃ) এর নিকট হাজির হয়েছিলেন । এ সময় মসজিদের এক কোণে বসে এক ব্যক্তি মহান আল্লাহ তায়ালার ভয়ে ক্রন্দন করছিলেন । লোকটির ক্রন্দন দেখে হযরত জিবরাইল (আঃ) বললেন, মানুষের সকল আমলই ওজন করা হবে । কিন্তু মহান আল্লাহ তায়ালার ভয়ে ক্রন্দন করা এমন এটি আমল, যা ওজন করা হবে না । এই ক্রন্দনের দ্বারা নির্গত এক ফোটা অশ্রু জাহান্নামের জলন্ত আগুন নিভিয়ে দেবে।’
একটি মন্তব্য পোস্ট করুন