GuidePedia

0
shelly-ann-01.jpgডেস্ক : উসাইন বোল্টের মতোই ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পুনরুদ্ধার করেছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
মস্কোয় অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে মেয়েদের ১০০ মিটার দৌড়ের ফাইনালে সোনা জিততে অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রেজার-প্রাইস সময় নেন ১০.৭১ সেকেন্ড।
দ্বিতীয় আইভরি কোস্টের মুরিয়েল আহুরের টাইমিং ১০.৯৩ সেকেন্ড। তার চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড বেশি নিয়ে তৃতীয় হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটার।
বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী ফ্রেজার-প্রাইস ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রথম হয়েছিলেন। তবে দেগুতে ২০১১ সালের আসরে খেতাব হারান তিনি।
রোববার রাতে স্বদেশী উসাইন বোল্ট ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পুনরুদ্ধার করেন। পরের দিনই জ্যামাইকাকে আনন্দে ভাসালেন ফ্রেজার-প্রাইস।
দৌড় শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমি বাঁ পায়ে একটু ব্যথা অনুভব করছিলাম। কিন্তু ট্র্যাকে এসে ঠিকমতোই দৌড়েছি। অন্য কারো দিকে মনোযোগ দেইনি।”
সোমবার রাতে মেয়েদের শট পুটে সোনা জিতে ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের ভ্যালেরি অ্যাডামস। টানা চারটি বিশ্ব চ্যম্পিয়নশিপে সোনা জিতলেন টানা দুই বারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন।
মেয়েদের ৪০০ মিটার দৌড়ে গতবারের চ্যাম্পিয়ন বতসোয়ানার আমান্তে মন্তশোকে প্রাণান্তকর চেষ্টায় শেষ মূহুর্তে ধরে ফেলেন সাবেক চ্যাম্পিয়ন ব্রিটেনের ক্রিস্টিন ওহরুগু। দুজনেই সময় নেন ৪৯.৪১ সেকেন্ড, পরে ফটো ফিনিশে সোনা জেতেন ক্রিস্টিন।
বিশ্ব চ্যম্পিয়নশিপে দুটো সোনা জেতা প্রথম ব্রিটিশ নারী হলেন ক্রিস্টিন। এর আগে ২০০৭ সালে ওসাকা আসরে সোনা জিতেছিলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top