GuidePedia

0
একে বৃষ্টিভেজা রাত৷ তায় আবার নেশার আমেজ৷ ঠান্ডা হাওয়া আর নেশার ঘোরে চুরি করতে গিয়ে ঘুমিয়েই পড়ল চোর৷ রাত পার হয়ে সকাল৷ তবু ঘুম ভাঙে না চোর৷ শেষ পর্যন্ত হাতেনাতে চোরকে ধরা হল৷ খবর পেয়ে পুলিশ গিয়ে যখন তাকে খুঁজতে গেল, তখনও ঘুম কাটেনি বাবাজির৷ শেষ পর্যন্ত তার ঠাঁই হল শ্রীঘরে৷

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সিকান্দর (২৫)৷ বাড়ি গার্ডেনরিচেরই বাত্তিকল সেকেন্ড লেনে৷ ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে৷ শনিবার রাতে সে এটিএমে ঢোকে৷ সে সময় রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল৷ ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী সে সময় ছিলেন না৷ সেই সুযোগে চোর একটি লোহার রড জাতীয় কিছু দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে৷ কিন্ত্ত এটিএম মেশিন কি এত সহজে ভাঙে! বেশ কিছুক্ষণ চেষ্টার পরও ভাঙতে না-পেরে বিশ্রাম নিতে বসে সে ঝিমোতে থাকে৷ টেরও পায়নি, কখন ঘুমে চোখ জড়িয়ে এসেছে৷ রবিবার সকালে স্থানীয় লোকজন তাকে দেখতে পায়৷ এটিএমের কাউন্টারে একজনকে এ ভাবে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় তারা৷ পুলিশ সূত্রের খবর, তার বিরুদ্ধে আগে চুরি বা এই ধরনের কোনও অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এটিএমের খুব বেশি ক্ষতি হয়নি৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭ (দুষ্কর্ম), ৩৭৯ ও ৫১১ (চুরির চেষ্টা) ধারায় মামলা রুজু করা হয়েছে৷

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top