GuidePedia

0
আজ আমি আপনাদের একটি পোর্টেবল সফ্টওয়ার এর সাথে পরিচয় করিয়ে দেব ।
সফ্টওয়ারটির নাম Sun Moon World Map.
সফ্টওয়ারটির কয়েকটি ব্যাবহার:
১. যে কোন সময় পৃথীবিতে চাঁদ ও সূর্য্যের অবস্থান দেখা:
ছবিতে দেখানো (১) নং স্থানে ক্লিক করে তারিখ ‌এবং সময় পরিবর্তন কর
২. চাঁদ ও সূর্য্যের গতিশীল অবস্থা:
  1. প্রথমে ছবিতে দেখানো (২) নং স্থানে(Green button) ক্লিক করূন।
  2. এবার ছবিতে দেখানো (৩) নং স্থানে(Upper button) ক্লিক করলে চাঁদ ও সূর্য্য সময়ের সাথে সামনের দিকে গতিশীল হবে।আবার Upper button এ  ক্লিক করলে গতি বাডবে। Lower button এ ক্লিক করলে গতি কমে যাবে।
  3. এবার ছবিতে দেখানো (২) নং স্থানে ক্লিক করলে গতি বন্ধ হয়ে যাবে।
৩. নিদিষ্ট সময়ে চাঁদ ও সূর্য্যের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানা:
ছবিতে দেখানো (৪) নং স্থানে সার্বোক্ষোনিক চাঁদ ও সূর্য্যের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেখাবে।
৪. গ্রীনিচ মান সময়ে চাঁদ ও সূর্য্যের অবস্থান দেখা:
আমাদের কম্পিউটার এ সবসময় বাংলাদেশের সময় দেয়া থাকে। তাই যখন এই সফ্টওয়ারটি চালাবেন তখন তা বাংলাদেশের সময়ে চাঁদ ও সূর্য্যের অবস্থান               দেখাবে। এখন যদি আপনি গ্রীনিচ মান সময়ে চাঁদ ও সূর্য্যের অবস্থান দেখতে চান তবে ছবিতে দেখানো (৫) নং স্থানে ক্লিক করলে  GTM Time বন্ধ হয়ে               গ্রীনিচ মান সময়ের হিসাবে চাঁদ ও সূর্য্যের অবস্থান দেখাবে।
অর্থা‍ৎ এখন আপনি সময়ের স্থানে দুপুর ১২ টিক করলে সূর্য্য লন্ডনের গ্রীনউইচ শহরের উপর অবসথান করবে।
Download  Site :
আকার:  631 KB



একটি মন্তব্য পোস্ট করুন

 
Top