GuidePedia

0

১/গাড়ি, সাইকেল কিংবা মোটরসাইকেল চালানোর সময় কানে হেডফোন থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। হেডফোনের ও-প্রান্তে গান বাজুক বা না বাজুক, হেডফোন কানে থাকা চলবে না। এমনকি চলন্ত অবস্থায় হেডফোন ব্যবহার করে কারও সঙ্গে মুঠোফোনে কথাও বলা যাবে না।
২/  রাস্তা পারাপারের সময় কোনোভাবেই হেডফোন ব্যবহার করবেন না।
৩/  কানে হেডফোন থাকলে অবশ্যই ফুটপাত দিয়ে পথ চলবেন।
৪/ হেডফোনে গান শোনার সময় শব্দের মাত্রা খুব বেশি না রাখাই ভালো। এতে করে কানের ক্ষতি হতে পারে। স্বাভাবিক মাত্রায় গান উপভোগ করুন।
৫/ গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটবেন না।
৬/  কারও সঙ্গে কথা বলার সময় কানে হেডফোন রাখবেন না। এতে করে আপনি যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top