
আসিফের আলোচিত নতুন অ্যালবাম ‘এক্স প্রেম’ প্রকাশ উপলক্ষে গতকাল পাটুয়াটুলীর সব অডিও অ্যালবাম ব্যবসায়ী-কর্মচারী এক হয়েছেন। অডিও প্রযোজকদের সংগঠন এমআইবি’র নেতৃত্বে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বেলা তিনটার দিকে। বিশেষ কোন আনুষ্ঠানিকতা ছাড়াই অডিও প্রযোজক-পরিবেশক-দোকানি-কর্মচারীরা আসিফ আকবর এবং তার অ্যালবামে প্রত্যাবর্তনকে স্বাগত জানান মুহুর্মুহ করতালির মধ্য দিয়ে। এরপর ‘এক্স প্রেম’ অ্যালবামের আনুষ্ঠানিক
মুক্তি ঘোষণা করা হয় সম্মিলিতভাবে।
এ সময় আসিফ ছাড়াও উপস্থিত ছিলেন এমআইবি’র সহ-সভাপতি অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেন, মহাসচিব সিএমভি’র শেখ শাহেদ আলী পাপ্পু, যুগ্ম মহাসচিব সিডি চয়েজের জহিরুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ঈগল মিউজিকের কচি আহম্মেদ, কোষাধ্যক্ষ সুরঞ্জলির কাইয়ুম খান, প্রচার সম্পাদক সিডি জোনের আবদুল্লাহ বুলুসহ পাটুয়াটুলীর অগুনতি দোকান মালিক-কর্মচারী। ভিন্নধারার আনন্দমুখর এ প্রকাশনা উৎসব প্রসঙ্গে আসিফ বলেন, অনেকেই ভেবেছিলেন আমি বোধহয় পাঁচতারকা হোটেল কিংবা কোন অভিজাত ক্লাবে এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করবো।
যে অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা জানাতে হয়তো আসতেন দেশে-বিদেশ খ্যাত তারকা শিল্পীরা। ছুটে আসতেন মিডিয়ার বন্ধুরা। কিন্তু আমি সেই পথে হাঁটিনি। আসিফ আরও বলেন, বরাবরই আমি নিজেকে অডিও ইন্ডাস্ট্রি তথা এই পাটুয়াটুলীর একজন সৈনিক হিসেবে মনে করে আসছি। কারণ, এটাই অডিও ইন্ডাস্ট্রির মূল সূতিকাগার। আমি এখানে ছিলাম, মাঝখানে তিন বছর আড়ালে ছিলাম। ফেরার পর আজ আবারও এই পাটুয়াটুলীতেই এসেছি। আমার সহ-সৈনিকদের নিয়ে অ্যালবামটির মুক্তি দিয়েছি। প্রায় চার বছর পর পাটুয়াটুলীতে পা রেখে নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছে। মনে হয়েছে, গেল চারটি বছর আমি অ্যালবাম না করে অন্যায় করেছি। কারণ, অ্যালবাম সংশ্লিষ্ট এ মানুষগুলোর ভালবাসা সত্যি অকৃত্রিম। যাদের কথা আমরা শিল্পীরা খুব একটা ভাবি বলে মনে হয় না। বলে রাখা ভাল, পুরান ঢাকার এ পাটুয়াটুলীতে প্রায় ৩৫ বছর আগে গড়ে উঠেছিল অডিও বাজার। যেটি এখন পরিণত হয়েছে অডিও ইন্ডাস্ট্রিতে।
উল্লেখ্য, ‘এক্স প্রেম’ আসিফের ২৯তম একক অ্যালবাম। যা গতকাল প্রকাশ পেয়েছে একযোগে সারাদেশে। অ্যালবামটি প্রকাশনার দায়িত্বে রয়েছে এমআইবি। আর পরিবেশন করছে ১৮টি প্রতিষ্ঠান। এছাড়া মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন থেকেও গানগুলো ডাউনলোড করা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন